দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: মেজর হাফিজ
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর (অব.) হাফিজ আহম্মেদ বীর বিক্রম সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখুন এবং রাষ্ট্র থেকে ফ্যাসিবাদের চক্রান্ত দূর করুন। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, এর মাধ্যমে অর্ধেক সংস্কার হয়ে গেছে, বাকিটা নির্বাচিত সরকার করবে।”
আজ (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় খুলনার শহীদ হাদিস পার্কে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, “আমি খালিশপুর শিল্পাঞ্চলের সন্তান। বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি দৌলতপুর জুট মিল পরিদর্শন করে জানিয়েছেন, শ্রমিকরা বকেয়া পাবে না, আর পাটকলগুলো দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হবে। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ হওয়া পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিলসহ সব কলকারখানা চালুর দাবি জানাই।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে এবং বন্ধ থাকা সব কলকারখানা চালু করা হবে। এছাড়া, টিসিবির কার্ড নিয়ে কিছু ব্যক্তি আত্মীয়করণ করছে, এটি বন্ধ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, টিসিবির কার্ড বিতরণে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।
এছাড়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে খুলনা জেলা, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।