রামপালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি ছাত্রদলের ৪ নেতাকর্মী আহত
বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুমলাই গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টায় রামপাল উপজেলার কুমলাই গ্রামের লোহারডাঙ্গি মৎস্য ঘেরে শেখ সোহেলসহ কয়েকজন বিএনপি নেতা-কর্মী কাজ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী খান ফকরুল, খান বিলাল, খান ইকবাল, খান উজ্জ্বল, খান নুরুজ্জামান, খান নাজমুল, খান রেজাউল, খান ইব্রাহীম, তরফদার ফিরোজ, খান হাবিবুল্লাহ, খান হাবিব, ফকির বায়েজিদ, শাফায়েত মীরসহ অজ্ঞাতনামা ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন, শেখ সোহেল (৩৫), শেখ মিরাজ কুদ্দুস (২৪), শেখ আবু সাইদ (৪২), শেখ ফেরদাউস (৩০)।
আহতদের প্রাথমিকভাবে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা করি। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।