বানিজ্য মন্ত্রনালয়ের হস্তক্ষেপে খুলনার অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ দখলমুক্ত
বানিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে খুলনার অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ দ্বিতীয়বারের মতো দখলমুক্ত হয়েছে। গতকাল বানিজ্য মন্ত্রণালয় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসেইন শওকতকে এই সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তাকে ১২০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২৯ ডিসেম্বর বিএনপি সমর্থিত কিছু ব্যবসায়ী সাধারণ সদস্যদের বের করে দিয়ে সংগঠনটি দখল করে নেয়। তারা ১১ সদস্যের একটি এডহোক কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগের সুবিধাভোগী নেতারা। কমিটির সদস্যরা অভিযোগ করেন যে, এই কমিটির মাধ্যমে ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে।
অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের ১৫ বছরের পুরোনো নেতৃত্ব ছিল শেখ পরিবারের নিয়ন্ত্রণে। তবে, আওয়ামীলীগ সরকারের পতনের পর সাধারণ সদস্যরা শেখ সোহেলের নেতৃত্বাধীন কমিটির সকল সদস্যকে পদত্যাগে বাধ্য করেন। পরে, সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের একটি এডহোক কমিটি গঠন হয়। কিন্তু আদালতের নির্দেশে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরবর্তীতে, ২৯ ডিসেম্বর ছাত্ররা সাধারণ সদস্যদের এডহোক কমিটি ভেঙে দিলে, বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা সংগঠনটির দখল নিয়ে ১১ সদস্যের কমিটি গঠন করেন।
নতুন কমিটির সদস্যরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হন। অভিযোগ রয়েছে, তারা আওয়ামীলীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের পুনর্বাসন করেছেন। এছাড়া, এই টাকার একটি অংশ একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাও পেয়েছেন বলে জানা যায়।
এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান আশা করছেন। প্রশাসক নিয়োগের পর, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসেইন শওকত জানান, তিনি মন্ত্রণালয়ের চিঠি এখনও হাতে পাননি, তবে চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।