ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, এলজিইডি বাগেরহাটের প্রধান প্রকৌশলী মো. শরিফুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি, এইচএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে এই বৃত্তি ও সংবর্ধনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন বক্তারা।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট সময় ০১:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বাগেরহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, এলজিইডি বাগেরহাটের প্রধান প্রকৌশলী মো. শরিফুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি, এইচএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথে এই বৃত্তি ও সংবর্ধনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন বক্তারা।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464