চাঁদা দিতে হচ্ছে, না হলে মামলা ঠুকে দিচ্ছে পুলিশ!
চট্টগ্রামের কোতোয়ালী মোড়ে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায় ও হয়রানির অভিযোগ তুলেছেন ম্যাক্সিমা চালকরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
চালকদের দাবি, কোতোয়ালী থেকে চকবাজার পর্যন্ত যাত্রী পরিবহনের সময় তারা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন না। দাঁড়ালেই পাঁচ হাজার টাকা পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে অথবা চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। তারা জানান, সারাদিন গাড়ি চালিয়েও দুই হাজার টাকা আয় করা সম্ভব হয় না, অথচ পুলিশের মামলার পরিমাণ তার দ্বিগুণের বেশি। এছাড়া, সড়কে নির্বিঘ্নে চলাচল করতে প্রতিদিন ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ চালকদের।
এক চালক জানান, “যাত্রী উঠাতে গেলে পুলিশ মামলা দেয়, না হলে টাকা চায়। এত মামলা দিলে আমরা গাড়ি চালাবো কীভাবে? আমাদের নির্দিষ্ট স্টপেজ নেই, তাই বাধ্য হয়ে রাস্তার পাশে দাঁড়াতে হয়। কিন্তু পুলিশ কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না।”
অন্যদিকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন, “এ ধরনের অভিযোগ সত্য নয়। পুলিশ হয়রানিমূলক মামলা করছে না বা চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।”
এ বিষয়ে পরিবহন শ্রমিক সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান চেয়েছে। চালকরা প্রশাসনের কাছে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।