ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার
ঠাকুরগাঁও জেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। শনিবার রাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামছুল হক (৫০), ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। মো. শাহাদৎ আলী (৪৭), দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মো. মেহেদী হাসান (২৫), দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে। মো. আব্দুল আউয়াল (৫২), হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে, ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
পীরগঞ্জ থানার ঋত্বিক রোশন রাব্বি (২০), পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। ৬. মো. সাগর আলী (২২), সনগাঁও গ্রামের মো. আনসার আলীর ছেলে।
রুহিয়া থানার মো. তাহেরুল ইসলাম (৪৮), আসাননগর গ্রামের মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে, ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সদস্য। মো. সাদেকুল ইসলাম (৪০), কশালগাঁও গ্রামের মো. অসিব উদ্দিনের ছেলে, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য।
রানীশংকৈল থানা, মো. স্বাধীন বসাক (৩০), কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে। ১০. মো. লুৎফর রহমান (৪০), দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
বালিয়াডাঙ্গী থানা, মো. সাজিদুর রহমান (৩৬), বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। মো. জয়নুল হক (৪৩), বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে, ৮নং বড়বাড়ী ইউনিয়নের সদস্য। মো. শাহেদ আলী (৫৫), মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে, ৭নং আমজানখোর ইউনিয়নের সদস্য। মো. জিন্নাহ আলী (৩৬), বোবরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়ার ছেলে। মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫), বড়বাড়ী (বুধু মেম্বার পাড়া) গ্রামের মো. রশিদুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেগুলো তদন্তের আওতায় রয়েছে। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।”
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।