ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবক নিহত, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার জানিয়েছে।

তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি করেন, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন, বারিকুলের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসে মরদেহ ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, তিনি বিভিন্ন সূত্র ও নিহতের পরিবারের মাধ্যমে এই খবর জেনেছেন।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
৫২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবক নিহত, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট সময় ০৭:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার জানিয়েছে।

তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি করেন, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন, বারিকুলের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসে মরদেহ ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, তিনি বিভিন্ন সূত্র ও নিহতের পরিবারের মাধ্যমে এই খবর জেনেছেন।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464