চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজা ও বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজা পড়েন এবং দলটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সংগঠনটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও ছাত্রদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ছয় মাস পেরিয়ে গেলেও বিচারকার্য শুরু হয়নি। হাতিয়া ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’
কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘এই সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ছয় মাসেও হত্যাকারীদের বিচার হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে। পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছি।’
সংগঠনটির চট্টগ্রাম সমন্বয়ক জোবায়েরুল আলম মানিক বলেন, ‘আমরা চাই খুনি আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া, কিন্তু এখনও কিছুই হয়নি। আমরা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানাই।’
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ছাত্রদের বিক্ষোভ মিছিলের কারণে তার গাড়ি রাস্তায় আটকে যায়, তবে তিনি হেঁটে প্রেসক্লাবে প্রবেশ করেন।