ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাখাইয়ে গাঁজা কারবারিসহ দুই আসামি গ্রেপ্তার

এম এ ওয়াহেদ, লাখাই::

লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা কারবারিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের আব্দুল হক ওরফে লইক্কা (৬০) এবং বামৈ ইউনিয়নের শহিদ নগর গ্রামের আমিনুল ইসলাম (৪৫)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার ও এএসআই আনোয়ারুল হক, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালান। এ সময় মৃত ইয়াছিন মিয়ার ছেলের বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় আব্দুল হকের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে, এএসআই আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার অভিযান চালিয়ে ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত সন্দেহে বামৈ ইউনিয়নের শহিদ নগর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, “গাঁজা কারবারি আব্দুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে শনিবার (৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

লাখাইয়ে গাঁজা কারবারিসহ দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা কারবারিসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের আব্দুল হক ওরফে লইক্কা (৬০) এবং বামৈ ইউনিয়নের শহিদ নগর গ্রামের আমিনুল ইসলাম (৪৫)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার ও এএসআই আনোয়ারুল হক, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান চালান। এ সময় মৃত ইয়াছিন মিয়ার ছেলের বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় আব্দুল হকের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে, এএসআই আনোয়ারুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার অভিযান চালিয়ে ধর্তব্য অপরাধের সাথে সম্পৃক্ত সন্দেহে বামৈ ইউনিয়নের শহিদ নগর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী জানান, “গাঁজা কারবারি আব্দুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে শনিবার (৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464