সুনামগঞ্জ-সিলেট সড়কে সিএনজি ও বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২
সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জমুখী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে জমির আলী (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর (৪০)।
আহতরা হলেন, একই এলাকার আকিলপুর গ্রামের সমর পালের ছেলে জনিক (২২) এবং সাধকপুর গ্রামের আবু সাঈদের ছেলে সুমেন (২৯)। তাদের চিকিৎসা সুনামগঞ্জ সদর হাসপাতালে চলছে।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার তারা চারজন সিলেটের গোয়ালাবাজার ওরসে গিয়েছিলেন। ফেরার পথে ভোররাতে এ দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘাতক বাসটি শনাক্তের জন্য অভিযান চালানো হচ্ছে।