ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভেঙে দেওয়া হয়েছে মুজিবের ম্যুরাল

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

ছবি: চেকপোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণের প্রতিবাদে সুনামগঞ্জে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ওলামা মশায়েখগণের নেতৃত্বে বিক্ষোভের এক পর্যায়ে সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণের ম্যুরালও ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর রাতে মোটরসাইকেলযোগে পৌরসভা প্রাঙ্গণে এসে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থী ও ওলামা মশায়েখগণ। পরে তারা সেখানে থাকা কালো পলিথিন সরিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালান।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিববাদীদের আস্তানা, এই বাংলায় হবে না’।

সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমনদ্দোজা ইমন বলেন, “দেশে ফ্যাসিবাদীদের যা কিছু রয়েছে, আমরা তা ভেঙে দিতে চাই, যেন দেশের কেউ আর এদের দ্বারা অনুপ্রাণিত না হয়।”

ওলামা মশায়েখগণ অভিযোগ করে বলেন, “বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করতে গিয়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই অপচয়ের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং লুটপাট হওয়া অর্থ ফেরত আনতে হবে।”

তারা আরও বলেন, “আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক, ফ্যাসিবাদের বিপক্ষের লোক। আমরা দিল্লির দাসত্বের বিরোধী। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারো গোলামি মানবো না। আমরা বৃটিশদের ভারতীয় উপমহাদেশ থেকে তাড়িয়েছি, পাকিস্তানিদের তাড়িয়েছি, দিল্লির দোসরদেরও বাংলাদেশে থাকতে দেব না।”

এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
৫৩৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ভেঙে দেওয়া হয়েছে মুজিবের ম্যুরাল

আপডেট সময় ০২:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভাষণের প্রতিবাদে সুনামগঞ্জে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ওলামা মশায়েখগণের নেতৃত্বে বিক্ষোভের এক পর্যায়ে সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণের ম্যুরালও ক্ষতিগ্রস্ত হয়েছে। গভীর রাতে মোটরসাইকেলযোগে পৌরসভা প্রাঙ্গণে এসে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থী ও ওলামা মশায়েখগণ। পরে তারা সেখানে থাকা কালো পলিথিন সরিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালান।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিববাদীদের আস্তানা, এই বাংলায় হবে না’।

সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমনদ্দোজা ইমন বলেন, “দেশে ফ্যাসিবাদীদের যা কিছু রয়েছে, আমরা তা ভেঙে দিতে চাই, যেন দেশের কেউ আর এদের দ্বারা অনুপ্রাণিত না হয়।”

ওলামা মশায়েখগণ অভিযোগ করে বলেন, “বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করতে গিয়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই অপচয়ের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং লুটপাট হওয়া অর্থ ফেরত আনতে হবে।”

তারা আরও বলেন, “আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক, ফ্যাসিবাদের বিপক্ষের লোক। আমরা দিল্লির দাসত্বের বিরোধী। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু কারো গোলামি মানবো না। আমরা বৃটিশদের ভারতীয় উপমহাদেশ থেকে তাড়িয়েছি, পাকিস্তানিদের তাড়িয়েছি, দিল্লির দোসরদেরও বাংলাদেশে থাকতে দেব না।”

এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল।