ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে অনুষ্ঠিত হলো স্টাটআপ সামিট ২০২৫

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: চেকপোস্ট

তরুণদের স্টার্টআপ ভাবনা বিকাশ ও উদ্যোক্তা হয়ে ওঠার পথ সুগম করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হল ‘ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, ‘তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এই সামিট থেকে তারা শিখবে কিভাবে স্টার্টআপ গড়ে তুলতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে হয়।’

আইসিটি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল- মাস্টার ক্লাস: যেখানে স্টার্টআপ লিডাররা নতুন উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেছেন। ফায়ারসাইড চ্যাট: সফল উদ্যোক্তাদের সঙ্গে অংশগ্রহণকারীদের সরাসরি আলোচনা ও পরামর্শ গ্রহণের সুযোগ। প্যানেল আলোচনা: যেখানে বিশেষজ্ঞরা স্টার্টআপ ইকোসিস্টেম, বিনিয়োগ প্রক্রিয়া ও ব্যবসায়িক পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে কথা বলেন।

সামিটের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে তরুণ উদ্ভাবকরা নিজেদের অনন্য আইডিয়া উপস্থাপন
করেন।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে ১ম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘সিস্টেমসেইজ সলিউশনস’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘স্কিনকেয়ার এআই’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘এই সামিট কেবল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিই করবে না, বরং তাদের নেটওয়ার্ক তৈরির সুযোগও করে দেবে। বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ায় তারা নিজেদের স্টার্টআপ বাস্তবে রূপ দিতে পারবে।’

শুধু রাজশাহী নয়, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের আরও চারটি শহরে-সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা-এই সামিট অনুষ্ঠিত হবে। প্রতিটি সামিটে তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগের সুযোগ পাবেন। এই আয়োজনে শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, একাডেমিশিয়ান ও আইটি বিশেষজ্ঞরা।

তরুণদের স্বপ্ন পূরণে এই সামিট নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। অংশগ্রহণকারীরাও জানিয়েছেন, এই আয়োজন তাদের স্টার্টআপ স্বপ্নকে বাস্তবায়ন করতে অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

রাবিতে অনুষ্ঠিত হলো স্টাটআপ সামিট ২০২৫

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

তরুণদের স্টার্টআপ ভাবনা বিকাশ ও উদ্যোক্তা হয়ে ওঠার পথ সুগম করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হল ‘ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫’।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, ‘তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এই সামিট থেকে তারা শিখবে কিভাবে স্টার্টআপ গড়ে তুলতে হয়, সমস্যা সমাধান করতে হয় এবং সফল উদ্যোক্তা হয়ে উঠতে হয়।’

আইসিটি বিভাগের অধীনে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল- মাস্টার ক্লাস: যেখানে স্টার্টআপ লিডাররা নতুন উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা শেয়ার করেছেন। ফায়ারসাইড চ্যাট: সফল উদ্যোক্তাদের সঙ্গে অংশগ্রহণকারীদের সরাসরি আলোচনা ও পরামর্শ গ্রহণের সুযোগ। প্যানেল আলোচনা: যেখানে বিশেষজ্ঞরা স্টার্টআপ ইকোসিস্টেম, বিনিয়োগ প্রক্রিয়া ও ব্যবসায়িক পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে কথা বলেন।

সামিটের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে তরুণ উদ্ভাবকরা নিজেদের অনন্য আইডিয়া উপস্থাপন
করেন।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে ১ম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘সিস্টেমসেইজ সলিউশনস’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘স্কিনকেয়ার এআই’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, ‘এই সামিট কেবল উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিই করবে না, বরং তাদের নেটওয়ার্ক তৈরির সুযোগও করে দেবে। বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ায় তারা নিজেদের স্টার্টআপ বাস্তবে রূপ দিতে পারবে।’

শুধু রাজশাহী নয়, ফেব্রুয়ারি মাসজুড়ে দেশের আরও চারটি শহরে-সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা-এই সামিট অনুষ্ঠিত হবে। প্রতিটি সামিটে তরুণ উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগের সুযোগ পাবেন। এই আয়োজনে শতাধিক তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, একাডেমিশিয়ান ও আইটি বিশেষজ্ঞরা।

তরুণদের স্বপ্ন পূরণে এই সামিট নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। অংশগ্রহণকারীরাও জানিয়েছেন, এই আয়োজন তাদের স্টার্টআপ স্বপ্নকে বাস্তবায়ন করতে অনুপ্রেরণা জোগাবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464