কালাইয়ে আগামীর বাংলাদেশ কেমন চাই ; শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ কেমন চাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, কিডনি ও ক্যান্সার রোগে আক্রান্তদের জন্যও অনুদান দেওয়া হয়। তিনি তরুণদের মতামত ও ভাবনাকে আগামীর বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তাক আহমেদ রাতুল ও তামিম সরকার। এছাড়াও, আলোচনায় অংশ নেন নেহাজ আলী, মুজাফফর হোসেন, আজিম উদ্দিন ও আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।