দিনাজপুরের চিরিরবন্দরে “শুধু আমরা একাদশ” আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাঁইতাড়া ইউনিয়নের আখতার মিয়ার বাজারে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে বিন্যাকুড়ি ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে ভিয়াইল ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাঁইতাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা প্রভাষক মেছবাহুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সদস্য সোহেল সাজ্জাদ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী বিন্যাকুড়ি ফুটবল একাদশ ও রানার্সআপ ভিয়াইল ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এই ফুটবল টুর্নামেন্ট উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।