ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৮ লাখ টাকা ছিনতাই, দুই আটক

জাকিরুল ইসলাম,জামালপুর::
জামালপুরের ইসলামপুরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাস ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় জানা যায়, ২৯ জানুয়ারি সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ (৫৫) ৮ লাখ টাকা নিয়ে বাসে ওঠেন। ইসলামপুর পৌঁছানোর পর সকল যাত্রী নেমে গেলে, ওই সেনা সদস্য একা থেকে যান। তখন বাসের ড্রাইভার, হেলপার এবং সুপারভাইজার মিলে তার ব্যাগ চেক করে এবং ৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ ঘটনায় বজলুর রশিদ ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, থানা এলাকার সিসি ক্যামেরা footage পর্যবেক্ষণ করে বাসটি শনাক্ত করা হয় এবং অভিযানে বাসের ড্রাইভার শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুল (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং তারা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাসটি এবং বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

জামালপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ৮ লাখ টাকা ছিনতাই, দুই আটক

আপডেট সময় ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
জামালপুরের ইসলামপুরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বাস ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় জানা যায়, ২৯ জানুয়ারি সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ (৫৫) ৮ লাখ টাকা নিয়ে বাসে ওঠেন। ইসলামপুর পৌঁছানোর পর সকল যাত্রী নেমে গেলে, ওই সেনা সদস্য একা থেকে যান। তখন বাসের ড্রাইভার, হেলপার এবং সুপারভাইজার মিলে তার ব্যাগ চেক করে এবং ৮ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ ঘটনায় বজলুর রশিদ ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, থানা এলাকার সিসি ক্যামেরা footage পর্যবেক্ষণ করে বাসটি শনাক্ত করা হয় এবং অভিযানে বাসের ড্রাইভার শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুল (৪২) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং তারা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাসটি এবং বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464