ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার: ভবন মালিকের ছেলেকে আটক

জাকিরুল ইসলাম,জামালপুর::

ছবি: প্রতিকী

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শহীদ মিনারের সংলগ্ন দারোগা ছাত্রমেসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় পিয়াস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত ইয়াসিন আরাফাত পিয়াস জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার হুমায়ুন কবির ভূট্টুর ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক এবং দুই সন্তানের জনক।

পুলিশ জানায়, নিহত পিয়াসের সাথে ভবন মালিক মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেনের ছেলের সম্পর্কের বিষয়টি তদন্তাধীন। ভবন মালিকের ছেলে শামসুদ্দোহা সজীবকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পিয়াসের বাবা হুমায়ুন কবির জানান, “মঙ্গলবার বিকাল ৪/৫ টার দিকে শেষ কথা হয়েছিল আমার ছেলের সাথে। এরপর আর আমার ছেলের সাথে কথা হয়নি। আমি ফসলের মাঠে কাজ করছিলাম, পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে এখানে চলে আসি।”

অন্যদিকে, ভবন মালিক শাহাদাত হোসেন বলেন, “আমি এখানে ছাত্রদের জন্য মেস ভাড়া দিয়ে থাকি। এখানে অনেকেই থাকে, তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, আমি কিছু জানি না।”

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, “ছাত্রাবাসের একটি কক্ষে যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ ও পিবিআই। নিহতের সাথে ভবন মালিকের ছেলের সম্পর্ক থাকায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৬০২ বার পড়া হয়েছে

জামালপুরে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার: ভবন মালিকের ছেলেকে আটক

আপডেট সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শহীদ মিনারের সংলগ্ন দারোগা ছাত্রমেসের তৃতীয় তলার একটি কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় পিয়াস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত ইয়াসিন আরাফাত পিয়াস জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার হুমায়ুন কবির ভূট্টুর ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক এবং দুই সন্তানের জনক।

পুলিশ জানায়, নিহত পিয়াসের সাথে ভবন মালিক মুক্তিযোদ্ধা মো. শাহাদাত হোসেনের ছেলের সম্পর্কের বিষয়টি তদন্তাধীন। ভবন মালিকের ছেলে শামসুদ্দোহা সজীবকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পিয়াসের বাবা হুমায়ুন কবির জানান, “মঙ্গলবার বিকাল ৪/৫ টার দিকে শেষ কথা হয়েছিল আমার ছেলের সাথে। এরপর আর আমার ছেলের সাথে কথা হয়নি। আমি ফসলের মাঠে কাজ করছিলাম, পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে এখানে চলে আসি।”

অন্যদিকে, ভবন মালিক শাহাদাত হোসেন বলেন, “আমি এখানে ছাত্রদের জন্য মেস ভাড়া দিয়ে থাকি। এখানে অনেকেই থাকে, তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, আমি কিছু জানি না।”

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, “ছাত্রাবাসের একটি কক্ষে যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ ও পিবিআই। নিহতের সাথে ভবন মালিকের ছেলের সম্পর্ক থাকায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করা হবে বলে জানানো হয়েছে।