জুলাই-আগস্টের গণহত্যার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এই কর্মসূচির আয়োজন করে।
দুপুরে শহরের দয়াময়ী চত্বর থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলন দমন করতে এবং ক্ষমতা স্থায়ী করতে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধের কারণে শহরের বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক হাসিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।