ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে মির্জা আজমসহ আ’লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমসহ ২১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে এ মামলাটি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সদস্য নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা অমিতসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, বিএনপির কার্যালয় জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত গণমিছিলে হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ ও শটগান দিয়ে গুলি চালিয়েছিলেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, সোমবার রাতে সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

জামালপুরে মির্জা আজমসহ আ’লীগের ২১৬ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমসহ ২১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন বাদী হয়ে এ মামলাটি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, সদস্য নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা অমিতসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, বিএনপির কার্যালয় জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত গণমিছিলে হামলার অভিযোগে এ মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ ও শটগান দিয়ে গুলি চালিয়েছিলেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, সোমবার রাতে সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464