ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা

চেকপোস্ট ডেস্ক::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যা আজ থেকে কার্যকর হবে। এই ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।

ট্রুডো বলেন, আমরা এ ধরনের পদক্ষেপ চাই না। তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে।

ট্রুডো আরও সতর্ক করে বলেন, “কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।” কারণ, কানাডার মোট রপ্তানির ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে কানাডার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, ট্রাম্পের শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলের ওপরও শুল্ক বসবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কানাডার কর্মকর্তারা পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন, যদিও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

(তথ্যসূত্র: রয়টার্স)

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫৫৯ বার পড়া হয়েছে

ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা

আপডেট সময় ০৫:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যা আজ থেকে কার্যকর হবে। এই ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে।

ট্রুডো বলেন, আমরা এ ধরনের পদক্ষেপ চাই না। তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন, তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। সব বিকল্প আমাদের হাতে রয়েছে।

ট্রুডো আরও সতর্ক করে বলেন, “কানাডার জনগণকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে।” কারণ, কানাডার মোট রপ্তানির ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে কানাডার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে, ট্রাম্পের শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলের ওপরও শুল্ক বসবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কানাডার কর্মকর্তারা পাল্টা পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন, যদিও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

(তথ্যসূত্র: রয়টার্স)