ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নারীকে কুপিয়ে জখম, আটক ১

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর::

জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুই মাদকসেবী। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এক আসামিকে আটক করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) রাত ৯টার দিকে তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তার স্বামী বাড়িতে ছিলেন না।

এই সময় একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে ঘরে প্রবেশ করে গাঁজা সেবন করতে চায়। কিন্তু মোর্শেদা বেগম বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

মোর্শেদা বেগমের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে দুই মাদকসেবী দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে আটক করে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গাঁজা সেবনে বাধা দেওয়ায় মোর্শেদা বেগমকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় মোর্শেদা বেগমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এলাকাবাসী দ্রুত অপর আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

বকশীগঞ্জে গাঁজা সেবনে বাধা দেওয়ায় নারীকে কুপিয়ে জখম, আটক ১

আপডেট সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুই মাদকসেবী। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এক আসামিকে আটক করেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) রাত ৯টার দিকে তার দুই শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। তার স্বামী বাড়িতে ছিলেন না।

এই সময় একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে ঘরে প্রবেশ করে গাঁজা সেবন করতে চায়। কিন্তু মোর্শেদা বেগম বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

মোর্শেদা বেগমের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এলে দুই মাদকসেবী দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে আটক করে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গাঁজা সেবনে বাধা দেওয়ায় মোর্শেদা বেগমকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় মোর্শেদা বেগমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এলাকাবাসী দ্রুত অপর আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464