ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ছেড়েছেন বাবর

চেকপোস্ট ডেস্ক::
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ত্যাগ করেছেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ছিলেন তার ছেলে লাবিব বিন জামান এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।

জানা গেছে, উমরা পালনে সৌদি আরব যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। পরে দুবাইয়ে অবতরণের পর তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।

আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে সৌদি আরব যাওয়ার অনুমতি দেন। এরপরই তিনি বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা হন।

এদিকে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরুর সময় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দুবাইয়ে বিমান অবতরণের পর তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫৭০ বার পড়া হয়েছে

সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ছেড়েছেন বাবর

আপডেট সময় ০১:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ত্যাগ করেছেন। গত শুক্রবার (৩১ জানুয়ারি) আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ছিলেন তার ছেলে লাবিব বিন জামান এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।

জানা গেছে, উমরা পালনে সৌদি আরব যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। পরে দুবাইয়ে অবতরণের পর তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেওয়ার পর তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।

আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি দেখে তাকে সৌদি আরব যাওয়ার অনুমতি দেন। এরপরই তিনি বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা হন।

এদিকে, গত বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরুর সময় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দুবাইয়ে বিমান অবতরণের পর তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।