ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে ফ্যাসিস্ট ও সুবিধাভোগীদের জায়গা হবে না, আমান উল্লাহ আমান

শহীদুল ইসলাম শরীফ::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সৎ ও নীতিবান মানুষের দল। যারা দেশের কল্যাণ চায়, তারাই বিএনপির সঙ্গে যুক্ত হতে পারে। ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট কোনো ব্যক্তি বা সুবিধাভোগী বিএনপিতে জায়গা পাবে না।

তিনি বলেন, কোনো অপশক্তি বিএনপির ভেতরে প্রবেশ করতে পারবে না। যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউ যদি অপরাধে লিপ্ত হয়, তাকেও দলে রাখা হবে না। আমরা চাই স্বচ্ছ, গণতান্ত্রিক দল গঠন করতে, যেখানে দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান থাকবে না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এ সময়ে বহু নেতা-কর্মী গুম ও নিহত হয়েছেন। চৌধুরী আলম, ইলিয়াস আলী, সুমনসহ অনেকেই নিখোঁজ হয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে হাজারো ছাত্র ও জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে।”

আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আগেও বলেছিল, আওয়ামী লীগ পালায় না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতেই হয়েছে। আজকের নতুন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে, আমাদের সবাইকে এক হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাতিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মফিজুর রহমান পলাশ। আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার, বিএনপি নেতা দাউদ শিকদার, ওমর ফারুক, আব্দুস সালাম এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫৮০ বার পড়া হয়েছে

বিএনপিতে ফ্যাসিস্ট ও সুবিধাভোগীদের জায়গা হবে না, আমান উল্লাহ আমান

আপডেট সময় ০১:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি সৎ ও নীতিবান মানুষের দল। যারা দেশের কল্যাণ চায়, তারাই বিএনপির সঙ্গে যুক্ত হতে পারে। ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট কোনো ব্যক্তি বা সুবিধাভোগী বিএনপিতে জায়গা পাবে না।

তিনি বলেন, কোনো অপশক্তি বিএনপির ভেতরে প্রবেশ করতে পারবে না। যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউ যদি অপরাধে লিপ্ত হয়, তাকেও দলে রাখা হবে না। আমরা চাই স্বচ্ছ, গণতান্ত্রিক দল গঠন করতে, যেখানে দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান থাকবে না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। এ সময়ে বহু নেতা-কর্মী গুম ও নিহত হয়েছেন। চৌধুরী আলম, ইলিয়াস আলী, সুমনসহ অনেকেই নিখোঁজ হয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে হাজারো ছাত্র ও জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে।”

আমান উল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আগেও বলেছিল, আওয়ামী লীগ পালায় না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতেই হয়েছে। আজকের নতুন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে, আমাদের সবাইকে এক হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাতিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মফিজুর রহমান পলাশ। আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার, বিএনপি নেতা দাউদ শিকদার, ওমর ফারুক, আব্দুস সালাম এবং কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন।