শ্রমিক সমাবেশে খুলনার শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের আহ্বান
কৃষি, শিল্প, পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটির উদ্যোগে খুলনায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বিকাল ৪টায় খালিশপুর পিপলস গোল চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য নুরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, খুলনাঞ্চলের বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এখানকার শ্রমিকরা কর্মসংস্থান সংকটে পড়েছে। শিল্পাঞ্চলের পুনর্জাগরণ নিশ্চিত করতে হলে বন্ধ মিল-কারখানাগুলো পুনরায় চালু করতে হবে। এ লক্ষ্যে কৃষি, শিল্প, পাট ও পরিবেশ রক্ষা নাগরিক কমিটি প্রথমবারের মতো এই শ্রমিক সমাবেশের আয়োজন করেছে।
বক্তারা আরও বলেন, পাট সচিব আব্দুর রউফকে তার পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বিজেএমসির অসাধু কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া, প্রতিটি পাটকলের প্রকল্প প্রধানদের দুর্নীতির তদন্ত করে বিচার করতে হবে। মিলের ভেতরে রাতের আঁধারে মূল্যবান যন্ত্রাংশ চুরি, টেন্ডারের নামে লুটপাট এবং গাছ কেটে আত্মসাৎ বন্ধের দাবি জানান তারা।
শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ ২৫টি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় চালু করা, ৫টি মিলসহ শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ, লিজপ্রথা বাতিল এবং খুলনার পাটকল, নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পাট ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষি – শিল্প- পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি সহ সভাপতি এস এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর আলম সিদ্দিকি, মুনীর চৌধুরী সোহেল, দপ্তর ও যোগাযোগ সম্পাদক আফজাল হোসেন রাজু, উপদেষ্টা এ্যাড: আ,ফ,ম মহসীন, নির্বাহী সদস্য নিজামুর রহমান লালু, কোহিনূর আক্তার কনা, গাজী নওশের আলী, মোজাম্মেল হক খান,মুনির চৌধুরী সোহেল, খালিশপুর, দৌলতপুর মিল কারখানা কমিটি আহবায়ক মো: মনির হোসেন, খালিশপুর জুট মিল কারখানা কমিটি সদস্য সচিব আলমগীর হোসেন, দৌলতপুর জুট মিল সদস্য সচিব নুর মোহাম্মদ, দৌলতপুর জুট মিল সদস্য সচিব মোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি উপদেষ্টা সামসুদ্দোহা ডোয়ার, স্টার জুট মিল নেতা আলমগীর হোসেন, প্লাটিনাম জুট মিল নেতা বাবুল হাওলাদার, হার্ডবোর্ড মিল বাচাও রক্ষা কমিটি সদস্য সচিব জহিরুল ইসলাম, ক্রিসেন্ট মিল কারখানা কমিটি সভাপতি মোশারেফ হোসেন প্রমুখ।
এছাড়া, স্টার জুট মিল, প্লাটিনাম জুট মিল, হার্ডবোর্ড মিল, ক্রিসেন্ট মিলসহ বিভিন্ন কারখানার নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের দাবিতে তাদের মতামত প্রকাশ করেন। শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।