ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে গভীর রাতে ডাকাতির ঘটনা, প্রবাসীর বাড়ি থেকে লুট

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ইতালি প্রবাসী মোঃ রুবেল শেখের বাড়িতে ডাকাতি চালিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়িতে ছিলেন প্রবাসীর মা মহিমা বেগম(৫৫) ও তার বোনের মেয়ে,অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম আক্তার(১৩)। তারা জানান, গভীর রাতে হঠাৎ পিছনের দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় মহিমা বেগমের। ঘুম থেকে উঠে দেখেন, ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করেছে। তারা ধারালো অস্ত্র হাতে নিয়ে বাড়ির সদস্যদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে চুপ থাকতে বলে।

ডাকাত দলটি পিছনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের মুখ বিভিন্ন কাপড় দিয়ে ঢাকা ছিল, তবে তারা সবাই অপেক্ষাকৃত অল্প বয়সি ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ সময় তারা নগদ ৬ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি বিদেশি কম্বল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা কিছুটা শারীরিক নির্যাতনও চালিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।

সকালে বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতরা প্রথমেই ৬ লাখ টাকার বিষয়ে জানতে চায়, যা ইঙ্গিত করে যে তারা হয়তো আগে থেকেই বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে অবগত ছিল।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাকিবুল হাসান ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, ওই বাড়ির আসেপাশে কোন ঘর ও বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এছাড়াও আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে গভীর রাতে ডাকাতির ঘটনা, প্রবাসীর বাড়ি থেকে লুট

আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ইতালি প্রবাসী মোঃ রুবেল শেখের বাড়িতে ডাকাতি চালিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাড়িতে ছিলেন প্রবাসীর মা মহিমা বেগম(৫৫) ও তার বোনের মেয়ে,অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম আক্তার(১৩)। তারা জানান, গভীর রাতে হঠাৎ পিছনের দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় মহিমা বেগমের। ঘুম থেকে উঠে দেখেন, ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করেছে। তারা ধারালো অস্ত্র হাতে নিয়ে বাড়ির সদস্যদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে চুপ থাকতে বলে।

ডাকাত দলটি পিছনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের মুখ বিভিন্ন কাপড় দিয়ে ঢাকা ছিল, তবে তারা সবাই অপেক্ষাকৃত অল্প বয়সি ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ সময় তারা নগদ ৬ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি বিদেশি কম্বল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা কিছুটা শারীরিক নির্যাতনও চালিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।

সকালে বিষয়টি স্থানীয় থানায় জানানো হলে, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতরা প্রথমেই ৬ লাখ টাকার বিষয়ে জানতে চায়, যা ইঙ্গিত করে যে তারা হয়তো আগে থেকেই বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে অবগত ছিল।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাকিবুল হাসান ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, ওই বাড়ির আসেপাশে কোন ঘর ও বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এছাড়াও আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464