মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী (২৯ ও ৩০ জানুয়ারি) এই প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ বলেন, “সুস্থ দেহ সুন্দর মন, এই নীতিতে আমাদের চলতে হবে। মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে।
ট্যাগস :