খুলনায় মোহাম্মদ নগরে দুর্ধর্ষ ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট
খুলনার লবনচোরা থানাধীন মোহাম্মদ নগরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ভোর সাড়ে ৪টায় ব্রাদার্স অটো নামের একটি ইজিবাইকের ব্যাটারির দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই নৈশপ্রহরিকে কুপিয়ে আহত ও হাত-পা বেঁধে রেখে প্রায় ২৫ লাখ টাকার ব্যাটারি ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক মো. রিপন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, আমার সবকিছু শেষ হয়ে গেছে। ডিলারদের বাকি টাকা ও ঋণের অর্থ কীভাবে শোধ করবো, জানি না।
আহত নৈশপ্রহরি আব্দুল ওয়াহেদ জানান, ভোর ৪টা ১৫ মিনিটে ১২-১৪ জনের একদল ডাকাত একটি পিকআপ ভ্যান নিয়ে দোকানের সামনে আসে। প্রথমে গাড়ির যান্ত্রিক সমস্যার কথা বলে কথা বলতে শুরু করে, তারপর হঠাৎ তারা গামছা দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে। পরে হাত-পা বেঁধে পিকআপের ওপর ফেলে রাখা হয়। অপর নৈশপ্রহরিকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
এরপর ডাকাত দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মালামাল লুট করে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাতদের হাতে চাপাতি, রামদা ও আগ্নেয়াস্ত্র ছিল।
ডাকাতির খবর পেয়ে ভোর ৫টায় পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। লবনচোরা থানার এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক রিপন। পুলিশের একটি দল ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।