এ মেলা নানা পণ্যের পসরা সাজানো, যেমন মিষ্টিজাতীয় খাবার, শিশুদের খেলনা, পিঠা-মিঠাই এবং মুখরোচক বিভিন্ন খাবারের দোকান। এতে অংশগ্রহণকারী ক্রেতা এবং দর্শনার্থীরা বিকাল থেকে রাত পর্যন্ত মেলায় ভিড় জমাচ্ছেন। সন্ধ্যার পর তো মেলা আরও জমে ওঠে, যেখানে তিল ধারণের জায়গা থাকে না। জামালপুর শহর, মেলান্দহ, ইসলামপুরসহ উপজেলার নানা এলাকা থেকেও লোকজন আসছেন মেলায়।
মেলায় ৩০০টিরও বেশি দোকান রয়েছে, যেখানে পণ্য বিক্রি হচ্ছে সুশৃঙ্খলভাবে। দোকানদাররা জানিয়েছেন, প্রতিটি দোকানে ভাল বিক্রি হচ্ছে, বিশেষ করে মিষ্টিজাতীয় খাবার, পিঠা ও ফুচকা-চটপটির দোকানগুলোতে।
শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, চরকি, দোলনা সহ নানা ধরনের বিনোদন। পুরো মেলা প্রাঙ্গণ শিশু ও বড়দের জন্য সমান আনন্দের জায়গা হয়ে উঠেছে। মেলার এ উৎসবমুখর পরিবেশে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও সমানতালে উপভোগ করছেন।
এই মেলা শুধু স্থানীয়দের জন্য নয়, বরং জামালপুর জেলার প্রতিটি কোণ থেকেই লোকজন এখানে আসছেন। মেলার একদিকে যেমন নানা ধরনের পণ্যের দোকান, অন্যদিকে রয়েছে সব বয়সী মানুষের জন্য আনন্দ-উৎসবের আয়োজন।