জামালপুর পৌরসভার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর পৌরসভার আয়োজনে এক বিশাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসন, উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় নিউট্রিশন অলিম্পিয়াড এবং ENOUGH ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি) সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি জনগণের উদ্বুদ্ধ করতে আহ্বান জানান।
উদ্বোধনী শোভাযাত্রার পর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈশ্বিক প্রচারাভিযান ‘ENOUGH’ এবং শিশুদের পর্যাপ্ত পুষ্টির গুরুত্ব নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মোঃ ফজলুল হক, সিভিল সার্জন, জামালপুর।
এসময় জামালপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধিরা, ইলেকট্রনিক মিডিয়া এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় শিশুদের পুষ্টির উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুষ্টির সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা লক্ষ্য ছিল।