ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাখাইয়ে তেঘরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা, ৪ যুগেও হয়নি উন্নয়ন

এম এ ওয়াহেদ, লাখাই::

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পূর্ব রাস্তার বেহাল দশা দীর্ঘ ৪ যুগেও পরিবর্তন হয়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত ওই রাস্তায় ইটের ছোঁয়া লাগেনি, ফলে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তেঘরিয়া গ্রামের পূর্ব দিকের রাস্তাটি টমটম স্ট্যান্ড থেকে মৌবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন,
“আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এই রাস্তার বেহাল অবস্থা। ৪ যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তাটি পাকা হয়নি। ফলে আমার গ্রামবাসীসহ সুনেশ্বর ও মৌবাড়ী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার বেহাল দশার কারণে আমাকে প্রায়ই জনগণের কাছে জবাবদিহি করতে হয়।”

তিনি আরও জানান, ইতিপূর্বে রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছিল, তবে কোনো এক অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি।

তেঘরিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন না হওয়ায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহন, শিশু ও বৃদ্ধদের চলাচল এবং যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষাকালে কাদা-পানিতে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচলতি মানুষের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী এহতেশামুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে লাখাই উপজেলার মোট আড়াইশ রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন ও বরাদ্দ পেলেই যথা সময়ে রাস্তা সংস্কার করা হবে বলে আমি আশাবাদী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

লাখাইয়ে তেঘরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা, ৪ যুগেও হয়নি উন্নয়ন

আপডেট সময় ০২:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পূর্ব রাস্তার বেহাল দশা দীর্ঘ ৪ যুগেও পরিবর্তন হয়নি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত ওই রাস্তায় ইটের ছোঁয়া লাগেনি, ফলে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তেঘরিয়া গ্রামের পূর্ব দিকের রাস্তাটি টমটম স্ট্যান্ড থেকে মৌবাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন,
“আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এই রাস্তার বেহাল অবস্থা। ৪ যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তাটি পাকা হয়নি। ফলে আমার গ্রামবাসীসহ সুনেশ্বর ও মৌবাড়ী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার বেহাল দশার কারণে আমাকে প্রায়ই জনগণের কাছে জবাবদিহি করতে হয়।”

তিনি আরও জানান, ইতিপূর্বে রাস্তাটি পাকাকরণের জন্য প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছিল, তবে কোনো এক অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হয়নি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তা সংস্কারের জন্য অনুরোধ জানাচ্ছি।

তেঘরিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন না হওয়ায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহন, শিশু ও বৃদ্ধদের চলাচল এবং যানবাহন চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষাকালে কাদা-পানিতে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, আবার শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচলতি মানুষের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

এ বিষয়ে লাখাই উপজেলা প্রকৌশলী এহতেশামুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে লাখাই উপজেলার মোট আড়াইশ রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন ও বরাদ্দ পেলেই যথা সময়ে রাস্তা সংস্কার করা হবে বলে আমি আশাবাদী।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464