ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়া পালানোর সময় সাবেক মেয়র মোস্তাক গ্রেফতার

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::
মালয়েশিয়া পালানোর চেষ্টাকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংস ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করা হয়। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ মামলার অন্যান্য আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন পুলিশকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫৫৮ বার পড়া হয়েছে

মালয়েশিয়া পালানোর সময় সাবেক মেয়র মোস্তাক গ্রেফতার

আপডেট সময় ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
মালয়েশিয়া পালানোর চেষ্টাকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংস ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে মামলা দায়ের করা হয়। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ মামলার অন্যান্য আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন পুলিশকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তারা।