বাগেরহাটের ফকিরহাটে রেক্সনা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া গ্রামের শয়ন কক্ষ থেকে রেক্সনা বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত রেক্সনা বেগম বারাশিয়া গ্রামের মোকলেচুর রহমানের স্ত্রী ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রেক্সনা বেগমের মরদেহ তার শয়ন কক্ষে আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, “নিহত পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় রেক্সনার স্বামী মোকলেচুর রহমান পলাতক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।