ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরের দুটি ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর::

জামালপুর সদর উপজেলার শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে জামালপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ, স্থানীয় সরকার, ইউএনডিসি, ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতাদের সহায়তায় উপজেলা প্রশাসন আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, পরিচালক জাহাঙ্গীর সেলিম, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা এবং সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

বক্তারা বলেন, “বাল্যবিয়ে রোধ করে আমাদের এক সুন্দর, উন্নত বাংলাদেশ গঠন করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে জামালপুরের এই দুটি ইউনিয়ন বাল্যবিয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করল, যা দেশের অন্য এলাকার জন্যও একটি অনুসরণীয় উদাহরণ হতে পারে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫৩৫ বার পড়া হয়েছে

জামালপুরের দুটি ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

আপডেট সময় ০৩:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জামালপুর সদর উপজেলার শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে জামালপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ, স্থানীয় সরকার, ইউএনডিসি, ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতাদের সহায়তায় উপজেলা প্রশাসন আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, পরিচালক জাহাঙ্গীর সেলিম, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা এবং সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

বক্তারা বলেন, “বাল্যবিয়ে রোধ করে আমাদের এক সুন্দর, উন্নত বাংলাদেশ গঠন করতে হবে।

এ উদ্যোগের মাধ্যমে জামালপুরের এই দুটি ইউনিয়ন বাল্যবিয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করল, যা দেশের অন্য এলাকার জন্যও একটি অনুসরণীয় উদাহরণ হতে পারে।