দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দিনাজপুরের খানসামায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সোহেল রানা উপজেলার তেলীপাড়া এলাকার বাসিন্দা এবং রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা মোটরসাইকেলে করে নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকরির ভাইভা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। এ সময় তিনি বিপরীত দিক থেকে আসা একটি রসুনবাহী ভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।
দুর্ঘটনার ফলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এ সংক্রান্ত নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কুয়াশার সময়ে যানবাহন চলাচলে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।