ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানিমূলক মামলা থেকে মুক্তির আকুতি

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::

সাতক্ষীরায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে এবং প্রবাসী ছেলেকে দেশে ফিরিয়ে আনতে আকুতি জানিয়েছেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

মনোয়ারা বেগম, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহিষকুড় গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের স্ত্রী, জানান যে তার ছেলে মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। এই সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার কিছু ব্যক্তির চক্রান্তে তার ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল চৌকিদারের ছেলে ও তার সহযোগীরা তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং তাদের বসতবাড়ি ভাঙচুর চালায়। এছাড়া, তাদের জমির সরিষা গাছ উপড়ে ব্যাপক ক্ষতি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মিথ্যা মামলা থেকে মুক্তি এবং তার ছেলের নিরাপদ দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রবাসী ছেলের নামে হয়রানিমূলক মামলা থেকে মুক্তির আকুতি

আপডেট সময় ০১:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে এবং প্রবাসী ছেলেকে দেশে ফিরিয়ে আনতে আকুতি জানিয়েছেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

মনোয়ারা বেগম, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহিষকুড় গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের স্ত্রী, জানান যে তার ছেলে মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। এই সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার কিছু ব্যক্তির চক্রান্তে তার ছেলের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল চৌকিদারের ছেলে ও তার সহযোগীরা তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং তাদের বসতবাড়ি ভাঙচুর চালায়। এছাড়া, তাদের জমির সরিষা গাছ উপড়ে ব্যাপক ক্ষতি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মিথ্যা মামলা থেকে মুক্তি এবং তার ছেলের নিরাপদ দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464