কালাইয়ে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামায়াতের গণসংযোগ
সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। কর্মী সম্মেলন উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব কালাই উপজেলা বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, হাটবাজার এবং দোকানপাটে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন নেতৃবৃন্দ।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ, যুব বিভাগের সভাপতি ডা. কাওছার আলী, উপজেলা সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান।
এছাড়াও উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। নেতৃবৃন্দ স্থানীয় জনগণকে উক্ত সম্মেলনে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “এই কর্মী সম্মেলন জামায়াতে ইসলামী দলের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি সফল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। সকলকে সার্কিট হাউস ময়দানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।
এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে সম্মেলনে যোগদানের জন্য প্রচারণা চালান নেতৃবৃন্দ।