প্রখ্যাত ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আসছেন। চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এক ফেসবুক লাইভের মাধ্যমে মাহফিলের বিষয়টি নিশ্চিত করেন।
মাহফিলটি আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই বিশাল আয়োজনে ড. মিজানুর রহমান আজহারী ছাড়াও দেশের বিভিন্ন প্রখ্যাত আলেমরা আলোচনা করবেন।
মাওলানা আবু জার গিফারী জানান, মিজানুর রহমান আজহারীর মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হয়। সেই প্রেক্ষিতে মাঠের স্থান ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। আগত শ্রোতাদের শৃঙ্খল বজায় রেখে মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, “মাহফিল সফলভাবে সম্পন্ন করতে এবং যানজটসহ অন্যান্য সমস্যার সমাধানে সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য আলাদা ও সুশৃঙ্খল বসার ব্যবস্থা রাখা হয়েছে।”
মাহফিল আয়োজনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন ও মাওলানা মহাসিন। এ ছাড়া ইসলামী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ম্যানেজার আবু সাইদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ এবং কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পুরো চাঁপাইনবাবগঞ্জ জুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আয়োজকরা মাহফিলের সুষ্ঠু আয়োজন এবং বিপুল জনসমাগম ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।