ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত অপরাধ রোধে সচেতনতামূলক সভা

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::
 সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উদ্যোগে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ জানুয়ারি) তেলকুপি বিওপি ক্যাম্পের আয়োজনে তেলকুপি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তেলকুপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্ত এলাকার জনগণকে সচেতন করার জন্য আলোচনা করা হয়।

সভায় নিম্নোক্ত বিষয়ে জনগণকে সচেতন করা হয়, গবাদিপশু চরানো: সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি গবাদিপশু না চরানোর অনুরোধ। অবৈধ সীমান্ত অতিক্রম: সীমান্ত পেরিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন মেনে চলার অনুরোধ। নারী ও শিশু পাচার প্রতিরোধ: পাচার রোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। গুজব প্রতিরোধ: কোনো ধরনের গুজবে কান না দিয়ে সচেতন থাকার এবং সন্দেহভাজন পরিস্থিতি সম্পর্কে বিজিবিকে অবহিত করার অনুরোধ। মাদকের কুফল, মাদক দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা এবং মাদক চোরাচালান বন্ধে জনগণের সহায়তা কামনা।

বিওপি কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরিচিত লোক চলাফেরা করলে আমাদের অবহিত করুন। সবাইকে সীমান্ত আইন মেনে চলতে হবে। একমাত্র সম্মিলিত প্রচেষ্টায় আমরা সীমান্ত অপরাধ রোধ করতে পারব।

সভায় উপস্থিত ছিলেন, মোহাঃ কাসেদ আলী, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, মোঃ মুনিরুল ইসলাম (লাঠি), ০৮ নং ওয়ার্ড সদস্য, শাহবাজপুর ইউপি, পল্লী চিকিৎসক সেলিম রেজা, সেক্রেটারি, তেলকুপি বাজার কমিটি, সীমান্তবর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কমান্ডার দেলোয়ারের অনুরোধে সবাইকে সীমান্ত আইন মেনে চলার পরামর্শ দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
৫৩৬ বার পড়া হয়েছে

৫৯ বিজিবি’র উদ্যোগে সীমান্ত অপরাধ রোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৩:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
 সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উদ্যোগে একটি সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ জানুয়ারি) তেলকুপি বিওপি ক্যাম্পের আয়োজনে তেলকুপি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তেলকুপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্ত এলাকার জনগণকে সচেতন করার জন্য আলোচনা করা হয়।

সভায় নিম্নোক্ত বিষয়ে জনগণকে সচেতন করা হয়, গবাদিপশু চরানো: সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি গবাদিপশু না চরানোর অনুরোধ। অবৈধ সীমান্ত অতিক্রম: সীমান্ত পেরিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন মেনে চলার অনুরোধ। নারী ও শিশু পাচার প্রতিরোধ: পাচার রোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। গুজব প্রতিরোধ: কোনো ধরনের গুজবে কান না দিয়ে সচেতন থাকার এবং সন্দেহভাজন পরিস্থিতি সম্পর্কে বিজিবিকে অবহিত করার অনুরোধ। মাদকের কুফল, মাদক দ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা এবং মাদক চোরাচালান বন্ধে জনগণের সহায়তা কামনা।

বিওপি কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরিচিত লোক চলাফেরা করলে আমাদের অবহিত করুন। সবাইকে সীমান্ত আইন মেনে চলতে হবে। একমাত্র সম্মিলিত প্রচেষ্টায় আমরা সীমান্ত অপরাধ রোধ করতে পারব।

সভায় উপস্থিত ছিলেন, মোহাঃ কাসেদ আলী, ০৭ নং ওয়ার্ড সদস্য ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, মোঃ মুনিরুল ইসলাম (লাঠি), ০৮ নং ওয়ার্ড সদস্য, শাহবাজপুর ইউপি, পল্লী চিকিৎসক সেলিম রেজা, সেক্রেটারি, তেলকুপি বাজার কমিটি, সীমান্তবর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কমান্ডার দেলোয়ারের অনুরোধে সবাইকে সীমান্ত আইন মেনে চলার পরামর্শ দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।