ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ: সীমান্ত নিয়ে গুজব রোধে যৌথ প্রতিশ্রুতি

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপিতে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।

বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষ থেকে মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশের নিয়ম, বাংলাদেশি এবং ভারতীয় কৃষকদের বাইরে অন্য কেউ সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশ করতে পারবে না। সীমান্ত সমস্যা সমাধান,  সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে। গুজব ও অপপ্রচার রোধ,উভয় দেশের মিডিয়া যেন সীমান্ত নিয়ে ভুল তথ্য বা গুজব না ছড়ায়, সে বিষয়ে সতর্কতা আরোপ করা হয়। অবৈধ কার্যকলাপ প্রতিরোধ, স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত। এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সীমান্ত সমস্যাগুলোর টেকসই সমাধানে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন। গুজব ও অপপ্রচার এড়িয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হন তারা।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক সীমান্ত পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
৫৩১ বার পড়া হয়েছে

বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ: সীমান্ত নিয়ে গুজব রোধে যৌথ প্রতিশ্রুতি

আপডেট সময় ০৩:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপিতে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।

বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষ থেকে মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম বৈঠকে নেতৃত্ব দেন। এ সময় উভয় দেশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সীমান্ত সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশের নিয়ম, বাংলাদেশি এবং ভারতীয় কৃষকদের বাইরে অন্য কেউ সীমান্তের ১৫০ গজের মধ্যে প্রবেশ করতে পারবে না। সীমান্ত সমস্যা সমাধান,  সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে। গুজব ও অপপ্রচার রোধ,উভয় দেশের মিডিয়া যেন সীমান্ত নিয়ে ভুল তথ্য বা গুজব না ছড়ায়, সে বিষয়ে সতর্কতা আরোপ করা হয়। অবৈধ কার্যকলাপ প্রতিরোধ, স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত। এই বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সীমান্ত সমস্যাগুলোর টেকসই সমাধানে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন। গুজব ও অপপ্রচার এড়িয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হন তারা।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক সীমান্ত পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।