ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়ানোর আহ্বান

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

ছবি: ডা. শফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক ও কল্যাণময় সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারবে।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বেলা ১২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত এই সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। দীর্ঘ ২০ বছর পর বড়মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা দেখতে সকাল থেকেই আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। ন্যায়বিচারের অভাবে দেশে খুন, চাঁদাবাজি ও অপকর্ম বাড়ছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারো ওপর অন্যায়-অবিচার হবে না।

তিনি আরও বলেন, যুবকরা আমাদের গর্ব। তারা জীবনের বিনিময়ে এই প্রিয় বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু তাদের সঠিক দিকনির্দেশনা না দিলে দেশ আরও অন্ধকারে তলিয়ে যাবে।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে। বর্তমান সরকার নারীদের নিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়েছে।”

সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কখনো নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এই দেশে আপনারাও সমান অধিকার নিয়ে বসবাস করবেন।”

দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি জামায়াতের একদল কর্মী শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫৪৯ বার পড়া হয়েছে

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়ানোর আহ্বান

আপডেট সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড়মাঠে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক ও কল্যাণময় সমাজ গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারবে।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বেলা ১২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত এই সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। দীর্ঘ ২০ বছর পর বড়মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, যা দেখতে সকাল থেকেই আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। ন্যায়বিচারের অভাবে দেশে খুন, চাঁদাবাজি ও অপকর্ম বাড়ছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারো ওপর অন্যায়-অবিচার হবে না।

তিনি আরও বলেন, যুবকরা আমাদের গর্ব। তারা জীবনের বিনিময়ে এই প্রিয় বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু তাদের সঠিক দিকনির্দেশনা না দিলে দেশ আরও অন্ধকারে তলিয়ে যাবে।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে। বর্তমান সরকার নারীদের নিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়েছে।”

সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কখনো নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এই দেশে আপনারাও সমান অধিকার নিয়ে বসবাস করবেন।”

দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি জামায়াতের একদল কর্মী শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।