ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদ :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা গ্রামে ২৪ জানুয়ারি দিবাগত রাতে, মো. বুলবুল আলম আশরাফুলের বাড়ির পাশের পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি জানার পর পরদিন সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মরা মাছ দেখে চিল্লাচিল্লি করলে পুকুরের মালিক বুলবুল আলম আশরাফুলকে খবর দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বুলবুল আলম আশরাফুল জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী দুদু মিয়া, চাঁন মিয়া, ওমর মাঝি ও তাদের গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ এবং মিথ্যা মামলার কারণে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সুযোগে কেউ বা কারা তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে পালিয়ে যায়।

বুলবুল আলম আশরাফুল আরও জানান, তার প্রতিবেশীরা তাদের নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আসছিল, এমনকি তাদের বাড়ি ছাড়ার জন্যও চাপ সৃষ্টি করেছিল। তারা সেচ পাম্প নষ্ট করার, পুকুরের মাছ নষ্ট করার এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।

এ ঘটনায় ২৪ জানুয়ারি, শুক্রবার বুলবুল আলম আশরাফুল দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি জানান, তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫৩২ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা গ্রামে ২৪ জানুয়ারি দিবাগত রাতে, মো. বুলবুল আলম আশরাফুলের বাড়ির পাশের পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি জানার পর পরদিন সকালে স্থানীয়রা পুকুরে ভেসে থাকা মরা মাছ দেখে চিল্লাচিল্লি করলে পুকুরের মালিক বুলবুল আলম আশরাফুলকে খবর দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বুলবুল আলম আশরাফুল জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী দুদু মিয়া, চাঁন মিয়া, ওমর মাঝি ও তাদের গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ এবং মিথ্যা মামলার কারণে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সুযোগে কেউ বা কারা তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে পালিয়ে যায়।

বুলবুল আলম আশরাফুল আরও জানান, তার প্রতিবেশীরা তাদের নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আসছিল, এমনকি তাদের বাড়ি ছাড়ার জন্যও চাপ সৃষ্টি করেছিল। তারা সেচ পাম্প নষ্ট করার, পুকুরের মাছ নষ্ট করার এবং ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।

এ ঘটনায় ২৪ জানুয়ারি, শুক্রবার বুলবুল আলম আশরাফুল দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি জানান, তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।