খুলনায় দুবৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
খুলনা নগরীতে গত রাত ৮টা ১৫ মিনিটে দুবৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এমবিএ শিক্ষার্থী অর্নবশীল (২৮) নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর তেতুলতলা মোড় এলাকায় অর্নবকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অর্নব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জনশীলের ছেলে।
অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা অর্নবকে লক্ষ্য করে গুলি চালায়। তার মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এহসান হাবিব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।