ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন প্রস্তুত, ২৫ জানুয়ারি

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে সম্মেলনের মঞ্চ সজ্জা এবং মাঠ প্রস্তুতিসহ যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে দিনাজপুর জেলা জামায়াত।

সম্মেলনকে কেন্দ্র করে পুরো দিনাজপুর জেলায় সাজ সাজ রব পড়েছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়েছে শহর ও আশপাশের এলাকা। দীর্ঘদিন পর আয়োজিত এ কর্মী সম্মেলন জামায়াত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।

শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা জামায়াত নেতৃবৃন্দ সম্মেলনের মঞ্চ ও মাঠ সজ্জার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক জানিয়েছেন, জেলার ১৩ উপজেলার সকল কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হবে। তিনি বলেন, সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি।” শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন জানান, কর্মীরা সম্মেলনে যোগ দিতে উন্মুখ। আমরা চিকিৎসা, স্যানিটেশন ও খাদ্যের ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

সম্মেলন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিরল উপজেলার কর্মী আব্দুস সালাম বলেন, আমিরে জামায়াতের নসীহা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। তার দিকনির্দেশনা অনুযায়ী আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করবো।

জামায়াতের এই সম্মেলন সুষ্ঠু ও সফল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন প্রস্তুত, ২৫ জানুয়ারি

আপডেট সময় ১২:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ২৫ জানুয়ারি জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে সম্মেলনের মঞ্চ সজ্জা এবং মাঠ প্রস্তুতিসহ যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে দিনাজপুর জেলা জামায়াত।

সম্মেলনকে কেন্দ্র করে পুরো দিনাজপুর জেলায় সাজ সাজ রব পড়েছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়েছে শহর ও আশপাশের এলাকা। দীর্ঘদিন পর আয়োজিত এ কর্মী সম্মেলন জামায়াত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।

শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা জামায়াত নেতৃবৃন্দ সম্মেলনের মঞ্চ ও মাঠ সজ্জার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলার সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক জানিয়েছেন, জেলার ১৩ উপজেলার সকল কর্মীর উপস্থিতি নিশ্চিত করা হবে। তিনি বলেন, সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি।” শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন জানান, কর্মীরা সম্মেলনে যোগ দিতে উন্মুখ। আমরা চিকিৎসা, স্যানিটেশন ও খাদ্যের ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

সম্মেলন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে।

বিরল উপজেলার কর্মী আব্দুস সালাম বলেন, আমিরে জামায়াতের নসীহা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। তার দিকনির্দেশনা অনুযায়ী আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করবো।

জামায়াতের এই সম্মেলন সুষ্ঠু ও সফল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464