ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার কয়রায় মৎস্য ঘেরের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে গরু-ছাগল

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: চেকপোস্ট

খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামে মো. হাফিজুল ইসলাম সরদারের মৎস্য ঘেরের গোয়ালঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু ও চারটি ছাগল অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

ভুক্তভোগী হাফিজুল ইসলাম জানান, তিনি ৬ বিঘা জমি হারি নিয়ে মৎস্য ঘের পরিচালনা করেন। ঘেরের মাঝখানে একটি গোয়ালঘর তৈরি করে সেখানে গরু-ছাগল পালন করতেন। গত কয়েকদিন ঘেরে মাছ না থাকায় তিনি রাতে বাড়িতে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পাশের ঘরের এক ব্যক্তি ফোন দিয়ে তাকে আগুনের বিষয়টি জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় পাশের ঘের থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

হাফিজুল ইসলাম আরও জানান, তার গোয়ালঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তিনি অভিযোগ করেন, শত্রুতামূলকভাবে কেউ তার গোয়ালঘরে আগুন দিয়ে তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

ঘটনাস্থলে উপস্থিত খিরোল গ্রামের মোস্তফার স্ত্রী রাহেলা বেগম বলেন, “এভাবে আগুন দিয়ে গরু-ছাগল পুড়িয়ে মারা অমানবিক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসানুর রহমান বলেন, আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি। এটি শত্রুতামূলক কাজ বলে মনে হচ্ছে। আগুনে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

খুলনার কয়রায় মৎস্য ঘেরের গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে গরু-ছাগল

আপডেট সময় ১২:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামে মো. হাফিজুল ইসলাম সরদারের মৎস্য ঘেরের গোয়ালঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু ও চারটি ছাগল অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

ভুক্তভোগী হাফিজুল ইসলাম জানান, তিনি ৬ বিঘা জমি হারি নিয়ে মৎস্য ঘের পরিচালনা করেন। ঘেরের মাঝখানে একটি গোয়ালঘর তৈরি করে সেখানে গরু-ছাগল পালন করতেন। গত কয়েকদিন ঘেরে মাছ না থাকায় তিনি রাতে বাড়িতে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পাশের ঘরের এক ব্যক্তি ফোন দিয়ে তাকে আগুনের বিষয়টি জানান। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় পাশের ঘের থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

হাফিজুল ইসলাম আরও জানান, তার গোয়ালঘরে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তিনি অভিযোগ করেন, শত্রুতামূলকভাবে কেউ তার গোয়ালঘরে আগুন দিয়ে তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

ঘটনাস্থলে উপস্থিত খিরোল গ্রামের মোস্তফার স্ত্রী রাহেলা বেগম বলেন, “এভাবে আগুন দিয়ে গরু-ছাগল পুড়িয়ে মারা অমানবিক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসানুর রহমান বলেন, আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি। এটি শত্রুতামূলক কাজ বলে মনে হচ্ছে। আগুনে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464