ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মোশফিকুর রহমান স্বপন; সুনামগঞ্জ::

ছবি: মাদক কাবারি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শান্তিগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারের একটি গলিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ। তার সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে সাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির জন্য প্রস্তুত রাখা ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৪ জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
৫৪৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৮:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৪৫)। তিনি শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শান্তিগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারের একটি গলিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ। তার সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে সাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির জন্য প্রস্তুত রাখা ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৪ জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।