কালাইয়ে ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে সিকিউরিটি গার্ডের উপর হামলা
জয়পুরহাটের কালাই উপজেলার অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড শফিকুল ইসলাম (৪৬) ডাকাত দলের হাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে মাথায় চাকু মেরে আঘাত করার অভিযোগ উঠেছে।
শফিকুল ইসলাম কালাই পৌর এলাকার থুপসারা মাদ্রাসা পাড়ার বাসিন্দা এবং মৃত আলীর ছেলে। তিনি কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টায়, তাঁর বাড়ির প্রধান দরজা ভেঙে ডাকাত দলের সদস্যরা ঢুকে পড়ে। তাঁরা সোজা শোয়ার ঘরে গিয়ে ঘুমন্ত শফিকুলকে জাগিয়ে তুলে ব্যাংকের গেটের চাবি দাবি করে।
ডাকাতরা শফিকুলের মোবাইল কেড়ে নিয়ে তাঁকে জোরপূর্বক সঙ্গে করে নিয়ে যায়। তাঁরা থুপসারা মাদ্রাসার দক্ষিণ দিকের একটি মাটির রাস্তা দিয়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে শফিকুল প্রস্রাবের কথা বলে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি এক মুহূর্তে ডাকাতদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। এই সময় ডাকাতরা তাঁকে লক্ষ্য করে চাকু নিক্ষেপ করে, যা তাঁর মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন।
জীবন বাঁচানোর তাগিদে শফিকুল দৌড়ে তাঁর বড় ভাই সাইদুলের বাড়ির সামনে পৌঁছে জোরে চিৎকার করেন। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ ওয়ার্ডের ৩৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন রয়েছেন।
শফিকুলের ভাষ্যমতে, ডাকাতদের হাতে পিস্তল, বড় ছুরি এবং চাকু ছিল। তাদের আচরণ ছিল অত্যন্ত হিংস্র ও উদ্দেশ্যমূলক।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।