ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ধান মাড়াই মেশিনে জড়িয়ে ৩ বছরের শিশু নিহত

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরের বীরগঞ্জে ধান মাড়াই মেশিনের ফ্যানে জড়িয়ে মোছা. জান্নাতুল নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবাসীনে বিকাল ৩টা যানুয়ার দেবারুপাড়া গ্রামের মো. জিয়াউরুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দীরা জানান, দুপুরে নিজ বাড়ির উঠোনে মেশিন দিয়ে ধান মাড়াইর পর ওই মেশিনে ধান পরিষ্কার করলেন পরিবারের লোকজন। এ সময় ঘরে থাকা শিশু মোছা. জান্নাতুল সবারের অজান্তে ঘর থেকে বেরিয়ে এসে মেশিনের কাছে চলে যায়। সেখানে অসাবধানতাবশত মেশিনের ফ্যানের সাংসে জড়িয়ে গুরুতর আহত হয় শে। পরিবারে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়াটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্তসাপ্কে ব্যবস্থা নিনেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
৫৫৪ বার পড়া হয়েছে

বীরগঞ্জে ধান মাড়াই মেশিনে জড়িয়ে ৩ বছরের শিশু নিহত

আপডেট সময় ০৬:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ধান মাড়াই মেশিনের ফ্যানে জড়িয়ে মোছা. জান্নাতুল নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবাসীনে বিকাল ৩টা যানুয়ার দেবারুপাড়া গ্রামের মো. জিয়াউরুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দীরা জানান, দুপুরে নিজ বাড়ির উঠোনে মেশিন দিয়ে ধান মাড়াইর পর ওই মেশিনে ধান পরিষ্কার করলেন পরিবারের লোকজন। এ সময় ঘরে থাকা শিশু মোছা. জান্নাতুল সবারের অজান্তে ঘর থেকে বেরিয়ে এসে মেশিনের কাছে চলে যায়। সেখানে অসাবধানতাবশত মেশিনের ফ্যানের সাংসে জড়িয়ে গুরুতর আহত হয় শে। পরিবারে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়াটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্তসাপ্কে ব্যবস্থা নিনেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।