কালাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আর নেই
জয়পুরহাটের কালাই উপজেলার প্রখ্যাত সমাজসেবক ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আতাউর রহমান (খসরু) তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আতাউর রহমান (খসরু) তালুকদার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই তালুকদার পাড়ার বাসিন্দা। তিনি মোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগছিলেন। তিনবার পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর (পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একবার সভাপতির দায়িত্বে ছিলেন। তার কর্মজীবনে তিনি বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২২ জানুয়ারি ২০২৫, বুধবার দুপুর ১টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে হৃদরোগের তীব্র ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।
২৩ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম হামিদুল ইসলাম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম, মরহুমের ছোট ভাই আমানুল্লাহ তালুকদার।
জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।