সাতক্ষীরার হাসপাতালগুলোতে দৈনিক খাদ্য বরাদ্দ ১২৫ থেকে ১৭৫ টাকা বৃদ্ধি
সাতক্ষীরা জেলার সরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দৈনিক খাদ্য ও পথ্যের জন্য বরাদ্দকৃত অর্থ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করার নির্দেশ অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, আইনি লড়াই এবং রোগীদের স্বার্থরক্ষার প্রচেষ্টার ফলস্বরূপ এই বরাদ্দ বৃদ্ধি কার্যকর হচ্ছে।
সাতক্ষীরা জেলার হাসপাতালগুলোতে ভর্তিকৃত রোগীদের জন্য পূর্বে দৈনিক ১২৫ টাকা বরাদ্দ ছিল। এই অল্প টাকায় রোগীদের যথাযথ পরিমাণে খাদ্য ও পথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। ২০২২ সালে সরকার এই বরাদ্দ বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করে, যা স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং ৪৫.০০.০০০০.১৬০.০২.০০১.২০.২৯২ (তারিখ ১০ অক্টোবর ২০২২) অফিস আদেশের মাধ্যমে অনুমোদিত হয়। তবে, তৎকালীন সিভিল সার্জনের অনাগ্রহ এবং প্রশাসনিক জটিলতার কারণে এই বরাদ্দ কার্যকর হয়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের সরবরাহকারী মোঃ নজরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এই বরাদ্দ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সচিবের কাছে আবেদন করেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় সাতক্ষীরা সিভিল সার্জনের কাছে কেন বরাদ্দ বাস্তবায়ন করা হচ্ছে না তার ব্যাখ্যা চান। সিভিল সার্জন, নতুন টেন্ডার কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে মন্ত্রণালয়কে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের অনুরোধ জানান।
এই প্রক্রিয়ার মধ্যে, মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ২০২৩ সালের জুন মাসে পিপিআর ২০০৮ এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রোগীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার বরাদ্দ বাস্তবায়ন না করার পরামর্শ দেওয়া হয়।
সরবরাহকারী মোঃ নজরুল ইসলাম রোগীদের স্বার্থ রক্ষায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোঃ আতাবুল্লাহর নেতৃত্বাধীন বেঞ্চ ৪৫ দিনের মধ্যে বরাদ্দ বাস্তবায়নের নির্দেশ দেন।
হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ২০২৪ সালের নভেম্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিভিল সার্জন সাতক্ষীরাকে ১৭৫ টাকার বরাদ্দ বাস্তবায়নের নির্দেশ দেয়। অবশেষে, ২০২৫ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব মোঃ শাহাদাত হোসেন কবির স্বাক্ষরিত স্মারক নং ৪৫.০০.০০০০.১৬০.৯৯.০০১.২১.৮৪-এর মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলায় এই বরাদ্দ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন নিশ্চিত করেছেন যে, তারা সরকারি মেইলের মাধ্যমে নির্দেশনা পেয়েছেন। দীর্ঘ তিন বছর পর এই বরাদ্দ কার্যকর হওয়ায় সাতক্ষীরা জেলার সদর হাসপাতাল এবং উপজেলাগুলোর রোগীরা তাদের প্রয়োজনীয় খাদ্য ও পথ্য পাবেন। তবে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তালা হাসপাতালে শুরু থেকেই ১৭৫ টাকার বরাদ্দ কার্যকর ছিল।