ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে খোয়াই বাধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কমিটি গঠনে অভিযোগ

এম এ ওয়াহেদ, লাখাই::
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোয়াই বাধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কমিটি গঠনের অভিযোগে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার কাছে।

অভিযোগে বলা হয়েছে, এই বছর হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাইয়া, ফরিদপুর ও বালিগ্রাম এলাকার খোয়াই বাধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করেছেন, যা বিধিবহির্ভূত। অভিযোগের মাধ্যমে জানা যায়, খোয়াই বাধ পুনঃনির্মাণের উপকারভোগীদের মতামত না নিয়ে, পিআইসি কমিটি গঠন করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায়, এলাকাবাসীর পক্ষে তমিজউদদীনসহ ৫ জন ব্যক্তি গত ১৯ জানুয়ারি এক লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “দরখাস্ত পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খোয়াই বাধ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৫৬১ বার পড়া হয়েছে

লাখাইয়ে খোয়াই বাধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কমিটি গঠনে অভিযোগ

আপডেট সময় ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোয়াই বাধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কমিটি গঠনের অভিযোগে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার কাছে।

অভিযোগে বলা হয়েছে, এই বছর হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাইয়া, ফরিদপুর ও বালিগ্রাম এলাকার খোয়াই বাধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করেছেন, যা বিধিবহির্ভূত। অভিযোগের মাধ্যমে জানা যায়, খোয়াই বাধ পুনঃনির্মাণের উপকারভোগীদের মতামত না নিয়ে, পিআইসি কমিটি গঠন করে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায়, এলাকাবাসীর পক্ষে তমিজউদদীনসহ ৫ জন ব্যক্তি গত ১৯ জানুয়ারি এক লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, “দরখাস্ত পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খোয়াই বাধ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।