ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর শহর জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::
দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে আজ (২২ জানুয়ারি) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিকেলে দিনাজপুর বড়মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বড়মাঠে এসে শেষ হয়। র‍্যালিটি ডিসি অফিস রোড, পৌরসভা সড়ক, স্টেশন রোড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক, রানীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে।

শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাইনুল আলম, মাওলানা মুজিবুর রহমান, বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, এবং শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মাসুদ রানা।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী কর্মী সম্মেলন সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দীর্ঘদিন পর দিনাজপুরে জামায়াতের এমন বিশাল প্রকাশ্য শোভাযাত্রা শহরের মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে। রাস্তায় অনেকেই হাত নেড়ে এই শোভাযাত্রাকে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের এই পরিবেশে উজ্জীবিত দেখা যায়, এবং তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৫৩৬ বার পড়া হয়েছে

দিনাজপুর শহর জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে আজ (২২ জানুয়ারি) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিকেলে দিনাজপুর বড়মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বড়মাঠে এসে শেষ হয়। র‍্যালিটি ডিসি অফিস রোড, পৌরসভা সড়ক, স্টেশন রোড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক, রানীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে।

শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. মাইনুল আলম, মাওলানা মুজিবুর রহমান, বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. তোজাম্মেল হক বকুল, সোহেল রানা, এবং শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ মাসুদ রানা।

বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী কর্মী সম্মেলন সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দীর্ঘদিন পর দিনাজপুরে জামায়াতের এমন বিশাল প্রকাশ্য শোভাযাত্রা শহরের মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে। রাস্তায় অনেকেই হাত নেড়ে এই শোভাযাত্রাকে অভিবাদন জানান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের এই পরিবেশে উজ্জীবিত দেখা যায়, এবং তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।